RSS

আমার ক্যামেরায় দুর্গাপূজা :: শোভাবাজার বেনিয়াটোলা সর্বজনীন দুর্গোৎসব সমিতি (২০১০)

12 আগস্ট

দুর্গাপ্রতিমা

উত্তর কলকাতার শোভাবাজার বেনিয়াটোলা সর্বজনীন দুর্গোৎসব সমিতির সেবারের থিম ছিল ছত্তিশগঢ়ের বস্তার জেলার একটি গ্রাম ও সেই গ্রামের দশেরা উৎসব। মণ্ডপের সামনে ছিল একটি বিরাট কাপড়ের রথ, রথে ছিল কড়ি, রং ও ঝুরির কারুকাজ। মণ্ডপের ভিতরে গাছ-গাছালি ও পাখির ডাকের মাধ্যমে জঙ্গলে আমেজ সৃষ্টি করা হয়েছিল। মণ্ডপের তোরণের সামনে দু’টি বিরাট হাতি ও রণপা দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছিল। মূল মণ্ডপের দিকে যাওয়ার পথটি নানারকম ডোকরা মূর্তি দিয়ে সাজিয়ে তোলা হয়েছিল। সেই সঙ্গে লাল, হলুদ ও কমলা পতাকা দিয়ে গোটা মণ্ডপ সাজিয়ে তোলা হয়েছিল। দেবী প্রতিমাও আদিবাসীদের আরাধ্য কোনো দেবীমূর্তির আদলে তৈরি হয়েছিল। মৃন্ময়ী প্রতিমায় দেওয়া হয়েছিল স্টোন ও মেটালের এফেক্ট। শোভাবাজার বেনিয়াটোলার এই ছিমছাম অথচ উচ্চ শিল্পরুচিমণ্ডিত পূজার বাজেট ছিল ৫ লক্ষ টাকার মতো।

মণ্ডপ

মণ্ডপ

মণ্ডপ

মণ্ডপ

মণ্ডপ

তথ্যসূত্র: সাপ্তাহিক বর্তমান, ২ অক্টোবর, ২০১০

আলোকচিত্র: অর্ণব দত্ত

আলোকচিত্রগুলির সর্বস্বত্ব সংরক্ষিত।

 

ট্যাগ সমুহঃ

এখানে আপনার মন্তব্য রেখে যান