RSS

Monthly Archives: অক্টোবর 2011

ভৌতিক গল্প :: ড্রাকুলার অতিথি

মূল রচনাটি স্বত্বমুক্ত। তবে এই অনুবাদের অনুবাদস্বত্ব অনুবাদক কর্তৃক সংরক্ষিত। অনুবাদের অনুমতি ও নাম-উল্লেখ ছাড়া তা কোনো উপায়ে অন্যত্র প্রকাশ নিষিদ্ধ।

মূল রচনা: ব্রাম স্টোকার

অনুবাদ: অর্ণব দত্ত

প্রথম সংস্করণে প্রচ্ছদ থেকে গল্পের একটি অলংকরণ।

যাত্রা শুরু করার সময়ও মিউনিখের আকাশে জ্বল জ্বল করছিল মধ্যাহ্নসূর্য; বাতাসে ভাসছিল নববসন্তের উচ্ছ্বাস। রওনা হওয়ার ঠিক আগে হের ডেলব্রুক (যে হোটেলে উঠেছিলাম, তার মালিক) নগ্নশিরেই ছুটে এলেন আমাদের গাড়ি অবধি। আমাকে শুভ যাত্রা জানালেন। তারপর গাড়ির দরজার হাতলে হাত রেখে কোচোয়ানকে বললেন, “রাত পড়ার আগেই ফিরে আসিস কিন্তু। আকাশ পরিষ্কার দেখাচ্ছে বটে, কিন্তু উত্তুরে হাওয়ায় একটা কাঁপুনি লাগছে। মনে হচ্ছে, ঝড় উঠবে। তাই, দেরি করিসনি।” তারপর একটু হেসে বললেন, “আজকের রাতটা কি, সে খেয়াল আছে তো!”

জোহান দৃঢ়কণ্ঠে জবাব দিলে, “Ja, mein Herr.” (“হ্যাঁ, কর্তা।”) তারপর নিজের টুপিটা চেপে ধরে গাড়ি ছুটিয়ে দিলে। শহর ছেড়ে বেরিয়ে এসে ওকে থামতে নির্দেশ করলুম। জিজ্ঞাসা করলুম:

“আজকের রাত্তিরটা কি হে জোহান?”

Read the rest of this entry »

 
2 টি মন্তব্য

Posted by চালু করুন অক্টোবর 10, 2011 in পুরনো লেখা

 

ট্যাগ সমুহঃ

সৌরভ গাঙ্গুলির দুর্গাপূজা

ছবির স্বত্ব সংরক্ষিত;আলোকচিত্রীর অনুমতি ও নাম-উল্লেখ ছাড়া অন্যত্র প্রকাশ বেআইনি।

লেখা ও ছবি: অর্ণব দত্ত

মহানবমীর সন্ধ্যায় আমাদের পাশের পাড়ায় বড়িশা প্লেয়ার্স কর্নারে সৌরভ গাঙ্গুলির দুর্গাপুজো দেখতে গিয়েছিলাম। প্রচণ্ড ভিড় ঠেকে সৌরভ ও তার পুজো-দুয়েরই ফটো তুলতে পেরেছি। আমার ব্লগে ছবিদুটো আর্কাইভ করে রাখছি।

দুর্গাপ্রতিমা

মণ্ডপে সৌরভ, অন্ধকারে দাঁড়িয়েছিল বলে ছবিটা ভাল ওঠেনি।

© অর্ণব দত্ত

 
6 টি মন্তব্য

Posted by চালু করুন অক্টোবর 6, 2011 in পুরনো লেখা

 

ট্যাগ সমুহঃ

ওগো মা তোমায় দেখে দেখে আঁখি না ফিরে

ছবির স্বত্ব সংরক্ষিত;আলোকচিত্রীর অনুমতি ও নাম-উল্লেখ ছাড়া অন্যত্র প্রকাশ বেআইনি।

ছবি ও লেখা: অর্ণব দত্ত

আশ্বিনের শারদপ্রাতে তাঁর সোনার মন্দিরের দুয়ার খুলে যায়। আমরা অরূপরতনের আশা করে রূপসাগরে ডুব দিই। দোরে দোরে ঘুরি–কোথাও দেখি তিনি রুদ্রাণী, কোথাও বা দেখি তাঁর জননী মূর্তি। মহিষাসুরমর্দিনী, দশপ্রহরণধারিণী, দশভুজা, দুর্গা দুর্গতিনাশিনী–কত নামে করি তাঁর আরাধনা। কিন্তু দিনের শেষে মনে হয়, এত দেখেও তো মন ভরল না; আরও দেখতে ইচ্ছে করে–‘ওগো মা তোমায় দেখে দেখে আঁখি না ফিরে’। সেই চিরদেখার একটুকরো স্মৃতিই ধরা থাক এখানে।

আহিরীটোলা বি কে পাল পার্ক–‘মৃণালায়তসংস্পর্শ দশবাহুসমন্বিতাম্।’

Read the rest of this entry »

 
2 টি মন্তব্য

Posted by চালু করুন অক্টোবর 6, 2011 in পুরনো লেখা

 

ট্যাগ সমুহঃ

শারদ শিল্পোৎসব–দক্ষিণ কলকাতা পরিক্রমা

ছবির স্বত্ব সংরক্ষিত;আলোকচিত্রীর অনুমতি ও নাম-উল্লেখ ছাড়া অন্যত্র প্রকাশ বেআইনি।

ছবি ও লেখা: অর্ণব দত্ত

‘অরূপবীণা রূপের আড়ালে লুকিয়ে বাজে’–বাড়ি ফিরতে ফিরতে আজ এই গানটাই মনের মধ্যে ফিরে ফিরে বাজছিল। সেই পঞ্চমী থেকে শুরু করেছি, আজ মহাষ্টমী–এখনও দু-একটা অঞ্চল বাকি রয়ে গেছে। কিন্তু যা দেখেছি, তাতে ওই গানটা ছাড়া আর কিছুই মনে আসছে না। সত্যি, এই কংক্রিটের শহরের হৃদয়ের কোন গহনে এত রূপ কোথায় লুকিয়ে থাকে!

সিংহী পার্ক সর্বজনীনের মণ্ডপের সিলিং, দীপ্তি ডেকরেটরের শিল্পীদের সৃষ্টি–এই ছবিটি সম্পর্কে আর কিছুই বলছি না।

কেওড়াতলা মহাশ্মশানের কাছে ৬৬ পল্লীর দুর্গাপুজো। থিম-কেন্দ্রিক পূজা–এবারের থিম পাটের দড়ি। এই যে ছবিটা দেখছেন, এতে রয়েছে সেপাই-পাইক-বাইনের দল। পুরোটাই তৈরি হয়েছে পাটের দড়ি দিয়ে। সামনে দাঁড়ালে প্রাচীন চীনে টেরাকোটা সেপাইদের কথা মনে পড়ে যায়। এই থিম-ভাবনা শিল্পী দীপক সরকারের।

Read the rest of this entry »

 
4 টি মন্তব্য

Posted by চালু করুন অক্টোবর 4, 2011 in পুরনো লেখা

 

ট্যাগ সমুহঃ