RSS

Monthly Archives: মে 2011

টেলস ফ্রম শেকসপিয়র: আ মিডসামার নাইট’স ড্রিম

ইউএনআই থিয়েটারের ”আ মিডসামার নাইট’স ড্রিম” নাটকের একটি দৃশ্য

আ মিডসামার নাইট’স ড্রিম

মূল রচনা: উইলিয়াম শেকসপিয়র

পুনর্কথন: মেরি ল্যাম্ব

অনুবাদ: অর্ণব দত্ত

(“টেলস ফ্রম শেকসপিয়র” থেকে)

এথেন্স শহরে এক আইন ছিল। এই আইন বলে সেখানকার নাগরিকেরা নিজেদের পছন্দসই পাত্রের সঙ্গে তাদের মেয়েদের বিয়ে করতে বাধ্য করতে পারত। কোনো মেয়ে বাপের পছন্দ করা পাত্রকে বিয়ে করতে অস্বীকৃত হলে, বাপ সেই আইন প্রয়োগ করে মেয়েকে মৃত্যুদণ্ডে পর্যন্ত দণ্ডিত করার ক্ষমতা রাখত। তবে কিনা, মেয়েরা একটু-আধটু অবাধ্য হলেও, বাপেরা সাধারণত মেয়ের মৃত্যুকামনা করত না বলে, এই আইনের প্রয়োগও কদাচিৎই হত। অবশ্য, বাপ-মায়েরা তাদের কুমারী মেয়েকে এই আইনের জুজু দেখাতে ছাড়তেন না।

Read the rest of this entry »

 

ট্যাগ সমুহঃ

মুক্ত ই-বই::: রবীন্দ্রনাথ ঠাকুর: জীবন, সাহিত্য ও দর্শন

Rabindranath Tagore – Jiban, Sahitya O Darshan

কবিগুরুর জন্ম সার্ধশতবর্ষের পুণ্য লগ্নে রবীন্দ্রনাথ ও তাঁর সৃষ্টিকলার সংক্ষিপ্ত পরিচয় সম্বলিত এই ছোট্ট ই-বইটি প্রকাশিত হল।

 
3 টি মন্তব্য

Posted by চালু করুন মে 9, 2011 in পুরনো লেখা

 

ট্যাগ সমুহঃ

রবীন্দ্রনাথের ‘ভাঙা’ নাটক

কলকাতার একটি দুর্গাপূজা মণ্ডপে ‘বাল্মীকি-প্রতিভা’ ম্যুরাল।

সৃষ্টির স্রোতধারা প্রবাহিত হয় দুই খাতে। কখনও সেই খাত স্রষ্টাই খনন করেন। আবার কখনও তিনি মরা নদীর সোঁতায় সৃষ্টিস্রোতের নতুন প্লাবন আনেন। রবীন্দ্রনাথের সৃষ্টিপ্রতিভার নেপথ্যেও এমন কিছু কিছু মরা নদীর সোঁতা ছিল। তাঁর ‘ভাঙা গান’ বহুল-আলোচিত। কিন্তু তাঁর অন্যান্য বহু রচনার মূল উৎস আমাদের অগোচরেই থেকে যায়। রামায়ণ, মহাভারত ও বৌদ্ধ সাহিত্যের কিছু অপ্রধান উপাখ্যানের তিনি পুনর্লিখন করেছিলেন নাটকের মাধ্যমে। প্রাচীন সাহিত্যের সমুদ্রগর্ভ থেকে সেঁচে আনা এই গল্পগুলি হয়ত আমাদের যুগদৃষ্টির আড়ালেই থেকে যেত, যদি রবীন্দ্রনাথ এগুলির প্রাচীন পলেস্তরা খসিয়ে নব-অলংকারে ভূষিত করে আমাদের সামনে উপস্থাপনা না করতেন। এই নাটকগুলিকে কৌশলগতভাবে আমরা রবীন্দ্রনাথের মৌলিক নাটক বলতে পারি না, যেমন ‘ম্যাকবেথ’, ‘হ্যামলেট’, ‘রোমিও অ্যান্ড জুলিয়েট’ ইত্যাদিকে শেকসপিয়রের মৌলিক নাটক বলা যায় না। কিন্তু নাট্যসাহিত্যে এই নাটকগুলির গুরুত্ব কাব্যসাহিত্যে আলংকারিক বা সাহিত্যিক মহাকাব্যগুলির মতোই। লক্ষণীয় বিষয়টি হল কাহিনি পরিবেশনায় রবীন্দ্রনাথের গৃহীত স্বাধীনতা। এই স্বাধীনতার পিছনে ছিল যুগরুচি। অবশ্যই এই রুচি আধুনিক রুচি। এবং সেই সঙ্গে যুক্ত হয়েছিল নাট্যরচনার পিছনে রবীন্দ্রনাথের উদ্দেশ্য। একটি নির্দিষ্ট বক্তব্য, যা রবীন্দ্রনাথ একটি নির্দিষ্ট নাটকের মাধ্যমে দর্শকের সামনে উপস্থাপিত করতে চাইতেন, তা প্রাচীন কাহিনির শরীরটিকে দুমড়ে-মুচড়ে একটা মার্জিত নতুন রূপ দিত। বর্তমান নিবন্ধে আমরা সেই মূল আখ্যানগুলির উৎস সন্ধানে প্রবৃত্ত হব।

Read the rest of this entry »

 
5 টি মন্তব্য

Posted by চালু করুন মে 7, 2011 in পুরনো লেখা

 

ট্যাগ সমুহঃ

রবি ঠাকুরের মা

রবীন্দ্র-জননী সারদাসুন্দরী দেবী

রবি ঠাকুরের মা সারদাসুন্দরী দেবী ছিলেন সেকালের যশোর জেলার দক্ষিণডিহি গ্রামের রামনারায়ণ চৌধুরীর মেয়ে। তাঁর সঠিক জন্মসনটি জানা যায় না। ১৮৩৪ সালের মার্চ মাসে সতেরো বছর বয়সী দেবেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে তাঁর বিয়ে হয়। কন্যা সৌদামিনী দেবীর ‘পিতৃস্মৃতি’ ও পুত্রবধূ জ্ঞানদানন্দিনী দেবীর ‘স্মৃতিকথা’ থেকে জানা যায়, এই সময় সারদাসুন্দরীর বয়স ছিল ছয়। জ্ঞানদানন্দিনী তাঁর শ্বশুর-শাশুড়ির বিবাহের একটি বিবরণও দিয়েছেন:

তাঁর [সারদাসুন্দরী দেবীর] এক কাকা কলকাতায় শুনেছিলেন যে, আমার শ্বশুরমশায়ের জন্য সুন্দরী মেয়ে খোঁজা হচ্ছে। তিনি দেশে এসে আমার শাশুড়িকে (তিনি তখন ছয় বৎসরের মেয়ে) কলকাতায় নিয়ে গিয়ে বিয়ে দিয়ে দিলেন। তখন তাঁর মা বাড়ী ছিলেন না – গঙ্গা নাইতে গিয়েছিলেন। বাড়ী এসে মেয়েকে তাঁর দেওর না বলে-কয়ে নিয়ে গেছে শুনে তিনি উঠোনের এক গাছতলায় গড়াগড়ি দিয়ে কাঁদতে লাগলেন। তারপর সেখানে পড়ে কেঁদে কেঁদে অন্ধ হয়ে মারা গেলেন।

Read the rest of this entry »

 
17 টি মন্তব্য

Posted by চালু করুন মে 6, 2011 in পুরনো লেখা

 

ট্যাগ সমুহঃ

জোড়াসাঁকো ঠাকুরবাড়ির আদিকথা

জোড়াসাঁকো ঠাকুরবাড়ি

প্রদীপ জ্বালানোর আগে সলতে পাকাতে হয়। রবীন্দ্রনাথ ঠাকুর নামক প্রদীপটির সলতে হল ঠাকুর পরিবার। তাই রবীন্দ্রনাথকে জানার আগে ঠাকুর পরিবারকে জানতেই হয়।

রবীন্দ্রনাথের জন্মের আগে থেকেই বাংলার আর্থ-সামাজিক পরিবর্তনের সঙ্গে ঠাকুর পরিবারের নাম ওতোপ্রতোভাবে জড়িত। দেবেন্দ্রনাথের ব্রাহ্মসমাজ আন্দোলন বা প্রিন্স দ্বারকানাথের ব্যবসা উদ্যোগের ইতিবৃত্ত অনেকেরই জানা। কিন্তু ঠাকুর পরিবারের ইতিহাস আরও পুরনো। কৃষ্ণ কৃপালনী তাঁর “দ্বারকানাথ ঠাকুর: বিস্মৃত পথিকৃত” গ্রন্থে ঠাকুর পরিবারের আদি ইতিহাসের যে চিত্র এঁকেছেন তা রীতিমতো বিস্ময়কর।

Read the rest of this entry »

 
14 টি মন্তব্য

Posted by চালু করুন মে 6, 2011 in পুরনো লেখা

 

ট্যাগ সমুহঃ

রবীন্দ্রনাটক: একটি ভূমিকা

স্বগৃহে ‘বাল্মীকি-প্রতিভা’ নাটকে বাল্মীকির বেশে রবীন্দ্রনাথ

অ্যাভনের রাজহংসের মতো জোড়াসাঁকোর রবিও ছিলেন একাধারে সফল কবি ও সার্থক নাট্যকার। রবীন্দ্রনাথের নাটক প্রচলিত প্রথার অনুগামী নয়। বরং স্বকীয় জীবনচেতনার অঙ্গীরসে জারিত এই নাটকগুলি তাঁর শিল্পীসত্ত্বার আত্মপ্রকাশের অন্যতম মাধ্যম। উনিশ শতকের মধ্যভাগে ইউরোপীয় ভাবপ্রভাবে একটি নতুন নাট্যচেতনা বিকাশলাভ করেছিল ঠাকুরবাড়ির প্রাঙ্গনে। এই ভাবে দীক্ষিত হয়েছিলেন সদ্যযুবক রবীন্দ্রনাথও। তাঁর সুদীর্ঘ জীবনে নব নব সৃষ্টিলীলায় বাংলা নাট্যসাহিত্যে অভূতপূর্ব বৈচিত্র্য এনেছিলেন তিনি। এই বৈচিত্র্য শুধু বাংলা সাহিত্যকে সমৃদ্ধই করেনি, বরং ‘অলীক কুনাট্য রঙ্গে’ মজে থাকা রাঢ় ও বঙ্গের যুগরুচি সংস্কারে, এবং তা বিশ্বমননের উপযোগী করে তোলার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।

রবীন্দ্রনাথের মৌলিক নাটকের সংখ্যা ৩৮। এই নাটকগুলিকে কয়েকটি বর্গে বিভক্ত করা যায়। যেমন: গীতিনাট্য, নিয়মানুগ নাটক, কাব্যনাট্য, নৃত্যনাট্য, প্রহসন-কৌতুকনাট্য ও রূপক-সাংকেতিক নাটক।

Read the rest of this entry »

 
2 টি মন্তব্য

Posted by চালু করুন মে 4, 2011 in পুরনো লেখা

 

ট্যাগ সমুহঃ

আমার প্রথম রবীন্দ্রনাথ

‘সহজপাঠ’ বাদ দিলে গড় বাঙালির প্রথম রবীন্দ্রপরিচিতি তাঁর গানের মধ্যে দিয়ে। আমি আজন্ম বেয়াড়া। আমার বেলায় সে নিয়ম খাটেনি। রবীন্দ্রনাথকে আমি গানের মধ্যে দিয়ে চিনিনি। তাঁকে চিনতে চিনতেই তাঁর গানের মধ্যে এসেছিলাম।

রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে আমার প্রথম পরিচয় অতিশৈশবেই। সহজপাঠের পর্ব আর পাঁচটা বাঙালি ছেলের মতো আমার জীবনেও গেছে। কিন্তু তার মধ্যে দিয়ে আমি রবীন্দ্রনাথকে পাইনি। বরং ‘সহজপাঠ’ আমার শৈশবে নিছকই একটা প্রাইমারই রয়ে গেছে। ছেলেবেলায় মা আমার বর্ণমালা শিক্ষার উপর একটু অধিক গুরুত্বারোপ করেছিলেন। তাই ‘বর্ণপরিচয়’ ছাড়াও আরও কয়েকটি বর্ণমালা-শিক্ষার বই পড়েছিলাম। তারই একটিতে রবীন্দ্রনাথের ছবি ছিল। দু’টি ছবি। র-এ ‘রবি ঠাকুর মহান কবি’, ল-এ ‘লেখার সাথে আঁকেন ছবি’। বাকি ছড়াটা ভুলে গেছি। কিন্তু এই দু’টি পংক্তি আদি কবির প্রথম কবিতার মতো মনে গেঁথে আছে। আর আমার প্রথম রবীন্দ্রনাথের ছবি দু’টিও।

Read the rest of this entry »

 
2 টি মন্তব্য

Posted by চালু করুন মে 3, 2011 in পুরনো লেখা

 

ট্যাগ সমুহঃ