আমাদের বড়িশার কয়েকটি দুর্গাপূজা (২০১২)
এবার আমাদের কলকাতার বাড়িতে দুর্গাপূজা হল। তাই অন্যান্য বারের মতো পুজোর সময় চার-পাঁচ দিন ধরে ঘুরে ঘুরে ঠাকুর দেখা হয়ে ওঠেনি। তবু নবমীর দিন বিকেলের দিকে একটু বেরিয়েছিলাম। আমাদের পাড়া মানে বড়িশা তো দুর্গাপুজোর জন্য বিখ্যাত। এখানকার কয়েকটা প্যান্ডেল ঘুরে ঠাকুর দেখে ফটো তুললাম। সঙ্গে ছিল আমার বন্ধু (এবং আমাদের বাড়ির পুজোর তন্ত্রধারক) শুভজিৎ।

এটা আমাদের বাড়ির সবচেয়ে কাছের ঠাকুর। সাবর্ণপাড়ার বড়িশা সার্বজনীন দুর্গোৎসব। থিমপুজোর স্বর্গরাজ্য বড়িশার প্রাণকেন্দ্রে এই পুজোটা হয়, কিন্তু এঁরা থিমের মধ্যে যান না। দেবীর এখানে চিরন্তনী রূপ।

সিঙ্গিমামার প্রতি আমার দুর্বলতা চিরদিনের। আমাদের পাড়ার দুর্গাপ্রতিমার বৈশিষ্ট্য একটি দেঁতো সিংহ এবং তাঁর দাঁতে ঝুলন্ত চাঁদমালা!

শীলপাড়ার বন্ধুশ্রী ক্লাবের থিম ছিল রিকশা। বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের সুদৃশ্য রিকশা দিয়ে সাজানো হয়েছিল মণ্ডপ। মণ্ডপের কেন্দ্রে ছিল এই সুবৃহৎ রিকশাটি। সামনে দাঁড়িয়ে আমার বন্ধু তথা আমাদের বাড়ির দুর্গাপূজায় তন্ত্রধারক শুভজিৎ।